Sylhet Today 24 PRINT

দিল্লিকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের পঞ্চম আইপিএল শিরোপা

স্পোর্টস ডেস্ক |  ১০ নভেম্বর, ২০২০

দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মত আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতবারও জয়ী হয়েছিল তারা।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ত্রয়োদশ আসরের ফাইনালে টস জিতে ব্যাট করতে নামা দিল্লি ট্রেন্ট বোল্ট ও ন্যাথান কোল্টার-নাইলদের দুরন্ত বোলিংয়ে মাত্র ১৫৬ রানের পুঁজি দাঁড় করায়। জবাব দিতে নেমে অধিনায়ক রোহিত শর্মার অনবদ্য ইনিংসে আরও একবার চ্যাম্পিয়ন হয় মুম্বাই। রোহিত খেলেছেন ৫১ বলে ৬৮ রানের ইনিংস।

রান তাড়ায় ঝোড়ো শুরু কোড়েন রোহিত শর্মা-কুইন্টেন ডি কক। প্রথম ৪ ওভারে ৪৫ আনার পর পঞ্চম ওভারে মার্কাস স্টয়নিসের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন কক। ঋষভ পান্তের ক্যাচে ফিরে যাওয়ার আগে ১১ বলে করেন ২০ রান।

তিনে নামে সূর্যকুমার যাদবের সঙ্গেও জুটি গড়েন রোহিত। আরও ৪৫ রানের জুটির পর রোহিতের বাঁচাতে নিজের উইকেট বিসর্জন দেন যাদব।

ইশান কিশানের সঙ্গে রোহিতে তৃতীয় উইকেট জুটিতে আসে আরও ৪৭ রান। দলকে জয়ের কাছে এনে ক্যাচ দেন রোহিত। তার আগে ৫১ বলের ইনিংসে ৪ ছক্কা, ৫ বাউন্ডারিতে ৬৮ করে যান তিনি।

এরআগে ট্রেন্ট বোল্টের দারুণ এক ডেলিভারিতে স্টয়নিসের আউটের মাধ্যমে ইনিংস শুরু হয় দিল্লি ক্যাপিটালসের। বাঁহাতি পেসারের লাফিয়ে উঠা দারুণ এক বলে কিছুই করার ছিল না মার্কাস স্টয়নিসের।

তৃতীয় ওভারে আবার আঘাত বোল্টের। এবার আজিঙ্কা রাহানে লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট লাগিয়ে বিদায়। ১৬ রানে ২ উইকেট হারানো দল খানিক পরই ২২ রানে ৩ উইকেটে পরিণত শেখার ধাওয়ানের বাজে শটে। অভিজ্ঞ ব্যাটসম্যান জয়ন্ত যাদবের বলে সুইপ করতে গিয়ে হয়েছেন বোল্ড।

এরপরই প্রতিরোধ শুরু শ্রেয়াস আইয়ার আর ঋষভ পান্তের। পুরো টুর্নামেন্টে ঘুমন্ত পান্ত জাগেন ফাইনালের মঞ্চে। অধিনায়ক শ্রেয়াস ছিলেন অবিচল। দুজনের জুটি জমে যায় বেশ। ফিফটি পেরুনোর পর রান বাড়ানোর তাড়ায় পান্তের বিদায়ে ভাঙে ৬৯ বলে ৯৬ রানের জুটি।

সংক্ষিপ্ত স্কোর
দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৫৬/৭ (স্টয়নিস ০, ধাওয়ান ১৫, রাহানে ২ , শ্রেয়াস ৬৫*, পান্ত ৫৬, হেটমায়ার ৫, প্যাটেল ৯, রাবাদা ০ ; বোল্ট ৩/৩০, বুমরাহ ০/২৮, জয়ন্ত ১/২৫, কাটারনেইল ২/২৯, ক্রুনাল ০/৩০, পোলার্ড ০/১৩)

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৮.৪ ওভারে ১৫৭/৫ (রোহিত ৬৮ , ডি কক ২০, সূর্যকুমার ১৯, ইশান, পোলার্ড ৯, হার্দিক , ক্রুনাল ; অশ্বিন ০/২৮ , রাবাদা, নরকিয়া, স্টয়নিস ১/২৩, প্যাটেল ০/১৬, দুভে ০/২৯)

ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.