Sylhet Today 24 PRINT

অতিরিক্ত স্বর্ণ নিয়ে মুম্বাই বিমানবন্দরে আটক ক্রুনাল পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম শিরোপা জয়ের উল্লাসে মাতোয়ারা মুম্বাই ইন্ডিয়ানস। জৈব সুরক্ষা বলয়ে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ত্রয়োদশ আসর শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটাররাও দেশের পথ ধরেছেন তবে বিমানবন্দরে আটকে গেছেন ক্রুনাল পান্ডিয়া। ভারতীয় গণমাধ্যম জানায় সংযুক্ত আরব আমিরাত থেকে গোপনে সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে এসেছেন ক্রুনাল পান্ডিয়া। তাই তাকে সন্দেহ করে আটক ও জিজ্ঞাসাবাদ করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগ।

বিজ্ঞাপন

দেশটির শুল্ক গোয়েন্দা অফিস সূত্রে হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার সময় ক্রুনাল পান্ডিয়া অতিরিক্ত সোনা এবং বেশ কিছু মূল্যবান জিনিসপত্র রেখেছিলেন সঙ্গে। তাই মুম্বাই বিমানবন্দরে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।’

দেশটির নিয়ম অনুযায়ী অন্য কোনো দেশ থেকে ভারতে ফেরার সময় সর্বোচ্চ ৫০ হাজার রুপি মূল্যের ২০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসতে পারবেন একজন পুরুষ যাত্রী। নারীর ক্ষেত্রে সেটি সর্বোচ্চ ৪০ গ্রাম (১লাখ রুপি) স্বর্ণ।

তবে ক্রুনালের কাছে এর অতিরিক্ত জিনিস থাকায় বৈধ কাগজ চাওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.