Sylhet Today 24 PRINT

পেরুকে হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২০

কাতার বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। পেরুর লিমায় বুধবার ২-০ গোলে জিতেছে লিওনেল স্কলানির দল। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল করেন লাউতারো মার্তিনেস ও নিকোলাস গনসালেস।

আগের ম্যাচে ড্র করা অর্জেন্টিনা এগিয়ে যায় ম্যাচের ১৭তম মিনিটে। জিওভানি লো সেলসোর ক্রস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ে গোল করেন গনসালেস। প্যারাগুয়ের বিপক্ষে ড্র করা ম্যাচেও গোল করেন তিনি; এনিয়ে টানা দুই ম্যাচে গোল করলেন গনসালেস।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। লেয়ান্দ্রো পারেদেসের পাস ধরে গোল করেন মার্তিনেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে একের পর আক্রমণে আর্জেন্টিনাকে চেপে ধরে পেরু। তবে লক্ষ্যে বল রাখতে পারেনি তারা। ৫৩ ও ৫৬তম মিনিটে স্বাগতিকদের দুটি হেড ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। ৬০তম মিনিটে আন্দ্রে কারিয়োর শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে পেরু।

অন্য ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। কলম্বিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া ইকুয়েডর ৯ পয়েন্ট নিয়ে আছে তিনে। চিলিকে ২-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। প্যারাগুয়ের সঙ্গে তাদের মাঠে ২-২ গোলে ড্র করেছে বলিভিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.