Sylhet Today 24 PRINT

টেন্ডুলকারকে ছাড়িয়ে ১২ হাজারে দ্রুততম কোহলি

স্পোর্টস ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০২০

ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলকে যেতে কেবল ২৩ রান দরকার ছিল বিরাট কোহলি। ক্যানেবেরায় তা তুলে নিয়ে আরও একটি রেকর্ড নিজের করে নিলেন ভারত অধিনায়ক। শচিনকে পেছনে ফেলে ওয়ানডেতে ভারতীয় অধিনায়ক ১২ হাজার রানের মাইলফলক ছুঁলেন ২৪২ ইনিংসেই।

ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ডটি এতদিন দখলে ছিল শচিনের। ৩০০ ইনিংসে এই মাইলফলকে পা রেখেছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান। কোহলি বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ২৩ রান দূরে ছিলেন ১২ হাজারি ক্লাব থেকে।

বিজ্ঞাপন

সিরিজের শেষ ওয়ানডে। আজ ২৩ রানের আগে আউট হলে অপেক্ষাটা বাড়তো কোহলির। কিন্তু ভারতীয় রানমেশিন সেই অপেক্ষা করতে চাইলেন না। শচিনের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই ওয়ানডের ১২ হাজারি ক্লাবে ঢুকে গেলেন।

এই তালিকায় কোহলি-শচিনের পর তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩১৪ ইনিংসে ওয়ানডের ১২ হাজার পূর্ণ করেছিলেন তিনি। সেরা পাঁচের বাকি দুইজনই লঙ্কান। ৩৩৬ ইনিংস লেগেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা আর ৩৭৯ ইনিংসে ১২ হাজার করেন সনাৎ জয়সুরিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.