Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১৭ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর একতা যুব সংঘের আয়োজনে স্থানীয় ইসলামাবাদ মাঠে টিভি এন্ড টিভি কাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার রাত সাড়ে ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে এবং খান মোহাম্মদ হোসেন ও আবুল বাশারের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, মাধবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোতাহের আলি, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, ইউপি সদস্য আব্দুল আহাদ মাধবপুর বাজার কমিটির সম্পাদক আকলাকুজ্জামান খলু প্রমুখ।

টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে আদমপুর ছনগাঁও ১৪৪ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক মাধবপুর ভাসানীগাঁও স্পোর্টিং ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.