Sylhet Today 24 PRINT

ফিফার ‘দ্য বেস্ট’ রবের্ত লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২০

ছবি: ফিফা

‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ জিতেছেন পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে হারিয়ে ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জেতেন তিনি।

সুইজারল্যান্ডের জুরিখে ‍বৃহস্পতিবার পুরুষদের ফুটবলের ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন লেভানদোভস্কি।

২০১৯ সালের ২০ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় গত ২৫ নভেম্বর বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেওয়া ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। এরপর গত শুক্রবার সংক্ষিপ্ত তালিকা তিন জনে নামিয়ে আনা হয়।

এবারের উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন তিনি। গত ১ অক্টোবর ম্যানুয়েল নয়ার ও কেভিন ডে ব্রুইনেকে হারিয়ে পুরস্কার জিতেছিলেন লেভানদোভস্কি।

বায়ার্নের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে লেভানদোভস্কি আসরের সর্বোচ্চ ১৫টি গোল করেন। দলটির বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়েও বড় অবদান ছিল তার। সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলে ইউরোপের সেরা পাঁচ লিগের যেকোনো খেলোয়াড়ের চেয়ে গত মৌসুমে ১৬টি গোল বেশি করেন লেভানদোভস্কি। বুন্দেসলিগার এ মৌসুমে ১১ রাউন্ড শেষে গোলদাতাদের তালিকায় শীর্ষেই আছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.