Sylhet Today 24 PRINT

রোনালদোর পায়ের ছাপ সংরক্ষণ করে রাখা হলো

স্পোর্টস ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২০

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঐতিহ্য অনুসারে এ পুরস্কার জয়ীদের পায়ের ছাপ সংরক্ষণ করে রাখা হয়। পুরস্কার জয়ী খেলোয়াড় সিমেন্টের ওপরে তার পায়ের ছাপ দেন এবং তা সংরক্ষণ করা হবে। এ পুরস্কার একজন খেলোয়াড় তার খেলোয়াড়ি জীবনে একবারই জিততে পারেন, দ্বিতীয়বার সে সুযোগ নেই।

৩৫ বছর বয়স্ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবার জিতেছেন এই পুরস্কার। অন্য সকল ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এ পুরস্কার এখনও জিততে পারেননি লিওনেল মেসি।

২০০৩ সাল থেকে এ পুরস্কার চালু করা হয়। রোনালদোর আগে রবার্তো ব্যাজ্জিও, আলেসান্দ্রো দেল পিয়েরো এবং রোনালদিনহোর মতো তারকারা।

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিততে হলে বয়সটা কমপক্ষে ২৮ হতে হবে। একই সঙ্গে খেলায় থাকতে হবে।

জুভেন্টাসের হয়ে রোনালদো এ মৌসুমে আলো ছড়িয়ে চলেছেন। বর্তমান ক্যালেন্ডার বর্ষে রোনালদো ৪৪ ম্যাচে ৪৪ গোল করেছেন। তার কৃতিত্বে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বার্সেলোনার বিপক্ষে জুভেন্টাসের জয়ের নায়ক ছিলেন এ পর্তুগিজ। ম্যাচে জোড়া গোল করেন তিনি। এমন পারফরম্যান্সের জন্য রোববার তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.