Sylhet Today 24 PRINT

মেসির নৈপুণ্যে জয়ে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২০

ছবি: টুইটার

লিওনেল মেসির নৈপুণ্যে জয়ে ফিরেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে রোনাল্ড কোম্যানের দল।

বার্সার জয়ের রাতে মেসি রেকর্ড ভেঙেছেন ফুটবলের রাজা পেলের। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি ছিল এতদিন এই ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির, আগের ম্যাচে পেলের পাশে বসার পর গত রাতে পেলের রেকর্ড ভাঙলেন মেসি।

পেলে সান্তোসের হয়ে ১৯ মৌসুমে করেছিলেন ৬৪৩টি গোল। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত এই কটি গোল করেন তিনি। বার্সায় মেসি প্রথম গোল করেন ২০০৫ সালে। মেসি এদিন তৃতীয় গোলটি করেন। অন্য দুটি গোলেও অবদান রাখেন।

ক্লেমোঁ লংলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট।

গত ১ অক্টোবরের পর অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় পেল বার্সেলোনা। মাঝের চারটি অ্যাওয়ে ম্যাচের তিনটিতেই হেরেছিল তারা; গেতাফে, আতলেতিকো মাদ্রিদ ও কাদিসের বিপক্ষে। ড্র করেছিল আলাভেসের মাঠে।

১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বার্সেলোনা।

দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সোসিয়েদাদ। চার নম্বরে থাকা ভিয়ারিয়ালের পয়েন্টও ২৬, তারা খেলেছে ১৫ ম্যাচ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.