Sylhet Today 24 PRINT

বৃষ্টির পর সাকিবের জোড়া আঘাত

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০২১

বৃষ্টিতে একঘন্টা বন্ধ থাকার পর আবার শুরুহয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে। আর খেলার শুরুর পরই জোড়া আঘাত এনেছেন সাকিব।

নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে যেমন ফিরেছে বাংলাদেশ, প্রায় দেড় বছর পর বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামলেন সাকিব আল হাসান।

এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছিল গত ২৯ অক্টোবর। এরপর খেলেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে, তবে সেখানে ছন্দে ছিলেন না সাকিব।

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ফিরে আসার জানান দিতে সময় নিলেন মাত্র দশ বল।

বোলিংয়ে আসেন ১১তম ওভারে। সেই ওভারে জেসন মোহাম্মদ ও আন্ড্রে ম্যাকার্থিকে ভোগালেন। ম্যাকার্থি ক্যাচও দিয়ে দিয়েছিলেন। স্লিপে থাকা মেহেদি হাসান মিরাজের কাছে পৌঁছানোর আগেই মাটিতে পড়ে বল।

সেই চাপেই হয়ত সাকিবের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ভুল করে বসেন ম্যাকার্থি। ফ্লাইটেড ডেলিভারিতে সুইপ করতে গিয়ে মিস করেন পুরোপুরি। তাতে অফ স্ট্যাম্প উড়িয়ে সাকিবের প্রত্যাবর্তন। এবং ঘরের মাটিতে সাকিবের ১৫০ উইকেট।

পরের ওভারেও জেসন মোহাম্মদকে বেশ ভুগিয়েছেন। চতুর্থ ওভারে গিয়ে শেষ হলো ভোগান্তি। স্টাম্পিংয়ের ফাঁদে তাকে ফেরত পাঠালেন ড্রেসিং রুমে।

চার ওভার শেষে সাকিব দিয়েছেন মাত্র পাঁচ রান, তুলে নিয়েছেন দুই উইকেট।

১৭ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ চার উইকেটে ৫৬। প্রথম দুটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.