Sylhet Today 24 PRINT

আইপিএল ১৪তম আসরের নিলাম শুরু ১৮ ফেব্রুয়ারি

স্পোর্টস ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম শুরু হবে ১৮ ফেব্রুয়ারি, চেন্নাইতে। বুধবার (২৭ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে বিসিসিআই।

এবার সর্বাধিক ২২ খেলোয়াড় রেখে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যেখানে র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের স্কোয়াডে রেখেছে কেবল ১২ খেলোয়াড়। 

সবচেয়ে বেশি ৫৩ দশমিক ২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরে আছে ব্যাঙ্গালুরু। কোহলির দল নিলামে নামবে ৩৫ দশমিক ৯০ কোটি ভারতীয় রুপি নিয়ে। কলকাতা নাইট রাইডার্স ও হায়দ্রাবাদ নিলামে নামতে পারে কমপক্ষে ১০ দশমিক ৭৫ কোটি ভারতীয় রুপি নিয়ে।

বিজ্ঞাপন

আগামী মৌসুমে রাজস্থান রয়্যালসের নেতৃত্বে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। স্টিভ স্মিথকে ছেড়ে দিয়েছে তারা। এবার ৩৪ দশমিক ৮৫ কোটি ভারতীয় রুপি নিলাম করতে যাওয়া রাজস্থান তিনজন বিদেশি তারকাকে দলে নেওয়ার দিকে নজর রাখবে। অন্যদিকে পাঁচজন বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করবে পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবি প্রত্যেকে চারজন করে বিদেশি খেলোয়াড় কিনতে পারে।

আশা করা হচ্ছে, এবারের নিলাম হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। কেবল একদিনের জন্য হতে পারে এই ইভেন্ট। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.