Sylhet Today 24 PRINT

গ্রেপ্তার বার্তোমেউ, বার্সেলোনার অফিসে তল্লাশি

স্পোর্টস ডেস্ক |  ০১ মার্চ, ২০২১

নির্বাচনের আগে ফুটবল ক্লাব বার্সেলোনার অফিসে তল্লাশির পর কয়েক জনকে গ্রেপ্তার করেছে কাতালান পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ, এমনটাই জানিয়েছে স্প্যানিশ রেডিও কাদেনা সের।

বার্সেলোনায় পুলিশের তল্লাশির বিষয়টি ক্লাবের এক মুখপাত্র গণমাধ্যমকে নিশ্চিত করলেও এর বেশি কিছু জানাননি তিনি।

আগামী রোববার ক্লাবটিতে নতুন সভাপতি নির্বাচনে ভোট হবে।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা ‘আইথ্রি’ নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিল বলে গত ফেব্রুয়ারিতে খবর বেরিয়েছিল। এ বিষয়ে অভিযোগের আঙুল ছিল বার্তোমেউয়ের দিকে। যদিও তা অস্বীকার করেছিলেন তিনি। পুলিশের এই অভিযান সেই ঘটনার সঙ্গে যুক্ত বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই ঘটনার দুই মাসের মধ্যে গত এপ্রিলে ক্লাবের দুর্বল ব্যবস্থাপনার কথা জানিয়ে এক সঙ্গে পদত্যাগ করেছিলেন ছয় জন পরিচালক। এক যুগে প্রথম ট্রফিশূন্য মৌসুম পার করা এবং ফুটবলার লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ঘোষণার পর প্রবল চাপের মুখে গত অক্টোবরে পদত্যাগে বাধ্য হন বার্তোমেউ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.