Sylhet Today 24 PRINT

আইপিএল শুরু ৯ এপ্রিল থেকে

স্পোর্টস ডেস্ক |  ০৭ মার্চ, ২০২১

ভারতীয় প্রিমিয়ার লিগের ১৪তম আসর ৯ এপ্রিল শুরু হতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে শনিবারই খবর প্রকাশ করেছে। রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, ৫২ দিনের আসরটি আগামী ৯ এপ্রিলই মাঠে গড়াচ্ছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত মৌসুমের আইপিএল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। এবারের আসর ভারতে হলেও ছয়টি ভেন্যুতে সীমাবদ্ধ থাকবে ম্যাচগুলো। ম্যাচ হবে- আহমেদাবাদ, কলকাতা, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি এবং মুম্বাইয়ে। ৬০ ম্যাচের এই আসরের উদ্বোধনী ম্যাচটি চেন্নাইয়ে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ওই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্লে অফ ম্যাচ। এছাড়া ৩০ মে ফাইনালও অনুষ্ঠিত হবে সর্দার প্যাটেল থেকে মোদির নামে নামকরণ হওয়া স্টেডিয়ামটিতে।

এবারের আসরে দেখা যাবে ১১টি ডাবল হেডার ম্যাচ। অর্থাৎ একদিনে দুটি ম্যাচ হবে ১১দিন। ডাবল হেডারের প্রথম ম্যাচটি ভারতীয় সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে। সন্ধ্যার ম্যাচ হবে সাড়ে সাতটায়। গত মৌসুমে আরব আমিরাতে বায়ো-বাবলে ম্যাচ আয়োজনের পরে ঘরের মাঠে আইপিএল আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.