Sylhet Today 24 PRINT

সাকিবের জায়গায় ফিরলেন বিজয়

স্পোর্টস ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৫

সন্তান সম্ভবা স্ত্রী শিশিরের পাশে থাকতে  সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র যাওয়ায় তাঁর  বদলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পড়েছে টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের।

জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দলে থাকলেও পরে ১৪ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি বিজয়ের। এবার সুযোগ পেলেন সাকিব আল হাসানের জায়গায়।অলরাউন্ডারের বদলে টপ অর্ডার ব্যাটসম্যান নেওয়ার ব্যখ্যা দিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

“সাকিবের মতো অলরাউন্ডারের জায়গা তো আর পূরণ করা যায় না। আমাদের মনে হয়েছে, বোলিংয়ে বিকল্প আছেই, তাছাড়া নাসির আছে। তাই একজন ব্যাটসম্যানকে নিয়েছি।”

শনিবার প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব।  প্রথম ওয়ানডেতে ১৪৫ রানে জেতা বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে সোমবার। বিজয় বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছেন গত বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে ফিল্ডিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। পরে অস্ত্রোপচার হয়েছিল তার কাঁধে।

এখন পর্যন্ত ৩০ ওয়ানডে খেলে ৩ টি করে শতক ও অর্ধশতকে ৯৫০ রান করেছেন বিজয়, গড় ৩৫.১৮। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয় নি তাঁর। ওপেনার সৌম্য সরকার চোট পেয়ে ছিটকে গেলে তাঁর দলে ফেরার কথা শোনা যাচ্ছিল তবে তাঁর বদলে ইমরুলকে দলে নেন নির্বাচকরা। অবশেষে তিনিও দলে ফিরলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.