Sylhet Today 24 PRINT

আইএফএফএইচএসের বিবেচনায় দশক সেরা ক্লাব বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ২৫ মার্চ, ২০২১

গত এক দশকের (২০১১-২০) সাফল্য বিবেচনায় ফুটবল ক্লাব বার্সেলোনাকে দশক সেরা ক্লাবের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস)। কাতালান দলটি পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিদের।

গত দশকে বার্সা জিতেছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, ছয়টি লা লিগাসহ আরও অনেক শিরোপা।

আইএফএফএইচএস দশক সেরা নির্বাচনে শুধু ট্রফি সংখ্যাই বিবেচনায় নেয় না, ম্যাচ জয়ের সংখ্যা, গোল করা এবং গোল হজম করা, এসব বিষয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইএফএফএইচএস-এর র‍্যাঙ্কিংয়ে দুই হাজার ৮৭৭ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে বার্সেলোনা। তাদের চেয়ে ৯৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে গতবারের লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল। ২ হাজার ৫৯৪.৫ পয়েন্ট নিয়ে তিনে আছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন।

সেরা পাঁচে বার্সেলোনা ও রিয়াল ছাড়া স্প্যানিশ ক্লাব আছে আর একটি-পাঁচে আতলেতিকো মাদ্রিদ। চারে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

প্রথম নন-উয়েফা ক্লাব হিসেবে র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে গ্রেমিও পোর্তো আলেগ্রেন্সে, ব্রাজিলিয়ান ক্লাবটি আছে ১৪তম স্থানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.