Sylhet Today 24 PRINT

চল্লিশোর্ধ্ব মিসবাহও বিপিএলে দল পেলেন

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেন না সেই ২০১২ সালের পর থেকে। বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিয়ে কেবল টেস্ট খেলছেন তাও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের পর্বই সমাপ্ত করার ইচ্ছে ছিল তার।

তবে পিসিবির অনুরোধে আরও কিছুদিন টেস্ট চালিয়ে যাবেন বলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন।

মন্থর ব্যাটিংয়ের জন্য পরিচিত চল্লিশোর্ধ্ব সেই মিসবাউল হককেই কিনা দলে ভিড়িয়েছে বিপিএলের দল রংপুর রাইডার্স।

বিপিএলের তৃতীয় আসরে সাকিব আল হাসানের দলে দেখা যাবে ৪২ বছর বয়সী পাকিস্তানের টেস্ট অধিনায়ককে।

রঙিন পোশাকে আন্তর্জাতিক খেলা ছাড়লেও ঘরোয়া লীগগুলোতে এখনো খেলে যান মিসবাহ তবে সেটা কেবল পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ। বিশ্বের নানান প্রাপ্তে হওয়া 'ধুম ধাড়াক্কা' আসরে তাঁর কদর কাউকে করতে এখনো দেখা যায় নি। রংপুর সেদিক থেকে একটি রেকর্ডই করল বটে।

রংপুর রাইডার্সে চুক্তিবদ্ধ হবার খবর মিসবাহ নিজেই নিশ্চিত করেছেন। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে মিসবাহ বলেছেন - "আমি বিপিএলে চুক্তিবদ্ধ হয়েছি। টেস্ট চালিয়ে যাওয়ার জন্য ফিটনেস ধরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছি"।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর তৃতীয় আসর শুরু হতে যাচ্ছে ২২ নভেম্বর থেকে। প্রথম ম্যাচেই মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন রংপুর রাইডার ও তামিম ইকবালের নেতৃত্বাধীন চিটাগাং ভাইকিংস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.