Sylhet Today 24 PRINT

বাছাইপর্বে পর্তুগালে জয়ে রোনালদোর গোল

স্পোর্টস ডেস্ক |  ৩১ মার্চ, ২০২১

বিশ্বকাপ বাছাইপর্বে তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। লুক্সেমবার্গের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়া পর্তুগাল জিতেছে ৩-১ গোলে।

লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে গেরসন রদ্রিগেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন দিয়োগো জোতা। এরপর জয় নিশ্চিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও পালিনিয়া।

ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় লুক্সেমবার্গ। সতীর্থের ক্রসে ডি-বক্সে দারুণ ডাইভিং হেডে বল জালে পাঠান ফরোয়ার্ড রদ্রিগেস।

বিরতির আগে জোয়াও ফেলিক্সের বদলি নামা পেদ্রো নেতো ডি-বক্সের বাঁ দিকে একজনকে কাটিয়ে ক্রস বাড়ান। ছয় গজ বক্সে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড জোতা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। ডান দিক থেকে কানসেলোর ক্রসে ছয় গজ বক্সের সামনে একটু লাফিয়ে নেওয়া ভলিতে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। জাতীয় দলের হয়ে রোনালদোর গোল হলো ১০৩টি। আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ের সবচেয়ে বেশি ১০৯ গোলের রেকর্ড ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন ৩৬ বছর বয়সী ফুটবলার।

৮০তম মিনিটে বদলি নামা পালিনিয়া নেতোর কর্নারে কাছ থেকে হেডে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। অন্য ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো সার্বিয়া সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। দুই ম্যাচে লুক্সেমবার্গের ৩ পয়েন্ট। সমান ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও আজারবাইজান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। ‘ই’ গ্রুপের ম্যাচে বেলারুশকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। ‘জি’ গ্রুপে জিব্রাল্টারকে ৭-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.