Sylhet Today 24 PRINT

হিথ স্ট্রিককে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০২১

দুর্নীতিতে জড়িত থাকার দায়ে সব ধরনের ক্রিকেটে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক।

আইসিসির এন্টি-করাপশন কোডের পাঁচটি ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে। আর নিজের সব অপরাধ স্বীকারও করে নিয়েছেন জিম্বাবুয়ের এই সাবেক পেসার। তার সেই স্বীকারোক্তির পর তাকে এই শাস্তি দিল আইসিসি।

বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন হিট স্ট্রিক।

তার পাঁচ অপধারের বিষয়ে যা জানা গেছে -

২০১৮ সালে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলংকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ, একই বছরের জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ, আইপিএল এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচের তথ্য বাইরে পাচার করেছেন হিট স্ট্রিক।

এছাড়া আইসিসির দুর্নীতি দমন কমিটিকে জুয়ারির প্রস্তাবের বিষয়ে না জানানো,  তদন্ত কাজে অসহযোগিতা এবং জুয়ারির কাছ থেকে উপঢৌকনের বিনিময়ে তথ্য দিয়েছেন তিনি।

২০১৭ সালের বিপিএল, ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগ, ২০১৮ সালের আইপিএল এবং এপিএলে জুয়ারির এসব প্রস্তাব পেয়েও গোপন অথবা তাদের সহযোগিতা করেন স্ট্রিক।

বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা পেয়েছে আইসিসি।

দেশের হয়ে ৬৫টি টেস্ট এবং ১৮৯টি ওয়ানডে খেলেছেন হিথ স্ট্রিক। জিম্বাবুয়ে দলের অধিনায়কও ছিলেন তিনি। টেস্টে ২১৬ টি উইকে শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১৯৯০ রান সংগ্রহ করেছেন তিনি। ওয়ানডেতে ২৮৯টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ২৯৪৩ রান।

খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.