Sylhet Today 24 PRINT

ঢাকায় ফিরে কোয়ারেন্টিনে বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক |  ১১ মে, ২০২১

আগামী জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ফুটবলের বাকি তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। কাতারে আয়োজিত সেই বাছাইপর্বকে সামনে রেখে একটু আগেভাগেই ফুটবলারদের প্রস্তুতি শুরু হয়েছে। তাই গতকাল সোমবার রাতে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে। সঙ্গে এসেছেন গোলকিপার কোচ লেসলে ক্লেভারলিও।

তবে মাঝরাতে ঢাকায় ফিরলেও আপাতত মাঠের অনুশীলনে যোগ দিতে পারছেন না কেউই। গোলকিপার কোচসহ জেমিকে ৫ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এমনিতে প্রাথমিকভাবে ডাক পাওয়া ৩৩জন খেলোয়াড় কে কাল বুধবারের মধ্যে ধাপে ধাপে ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। এই সময়ে ডের জায়গায় কাজ চালাবেন ফিটনেস কোচ ইভান রাজলক।

ডে ঢাকায় ফিরে ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি বাংলাদেশে ফিরেছি। আপাতত কোয়ারেন্টিনে থাকবো। এরপর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবো।'

ঢাকায় অনুশীলন শেষে আগামী ২১ বা ২২ মে কাতার যাবে জামাল ভূইঁয়ারা। সেখানে কাতারের ক্লাব দলের বিপক্ষে ২৫ ও ২৯ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে। বাছাইপর্বে বাংলাদেশে ৩, ৭ ও ১৫ জুন খেলবে যথাক্রমে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.