Sylhet Today 24 PRINT

আরও এক হতাশার ড্র আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক |  ০৯ জুন, ২০২১

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে আরও এক হতাশার ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম আট মিনিটে দুই গোল করার পরও কলম্বিয়ার বিপক্ষে করেছে পয়েন্ট ভাগাভাগি। আগেও ম্যাচেও এগিয়ে থেকেও চিলির বিপক্ষে ড্র করেছিল তারা।

বুধবার এস্তাদিও মেত্রোপলিতানোয় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ক্রিস্তিয়ান রোমেরো ও লেয়ান্দ্রো পারেদেসের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমান লুইস মুরিয়েল। আর শেষ দিকে সমতা টানেন মিগুয়েল বোরহা।

আর্জেন্টিনার প্রথম সাফল্য আসে ম্যাচের তৃতীয় মিনিটে। ডান দিক থেকে রদ্রিগো দে পলের দারুণ ফ্রি কিকে লাফিয়ে হেডে দলকে এগিয়ে নেন রোমেরো।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। লাউতারো মার্তিনেসের বাড়ানো ফিরতি পাস ধরে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন পিএসজি মিডফিল্ডার পারাদেস।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে লুইস মুরিয়েলের সফল স্পট কিকে লড়াইয়ে ফেরে কলম্বিয়া। ডি-বক্সে মাতেউস উরিবের মুখে নিকোলাস ওতামেন্দি আঘাত করলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ডও দেখেন আর্জেন্টিনার ডিফেন্ডার।

পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর ক্রসে হেডে গোলটি করেন বোরহা। বদলি গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন ঝাঁপিয়ে হাত লাগালেও বলের গোললাইন পেরিয়ে যাওয়া ঠেকাতে পারেননি।

ছয় ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ১২। সমান ম্যাচে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.