Sylhet Today 24 PRINT

নতুনত্ব ছাড়াই ব্রাজিল দল

স্পোর্টস ডেস্ক |  ১০ জুন, ২০২১

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বে লড়াই কোপা আমেরিকা নিয়ে নানা অনিশ্চয়তা রয়েছে। কোপা আমেরিকা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের কোচ তিতে। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের দলে মাত্র একটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ তিতে। আর ব্রাজিলের আক্রমণভাগে যথারীতি নেতৃত্ব দেবেন নেইমার।

দলে ফিরেছেন চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা। রবার্তো ফিরমিনো, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুসদের সঙ্গে আক্রমণভাগে আছেন এভারটন, গ্যাব্রিয়েল বারবোসো ও রিচার্লিসন। রক্ষণে আতলেতিকো মাদ্রিদের ফেলিপেকে ডেকেছেন তিতে। দানি আলভেসের জায়গায় ডাক পেয়েছেন বার্সেলোনার এমারসন।

গারিঞ্চায় দর্শকহীন স্টেডিয়ামে রোববার ভেনেজুয়েলার মুখোমুখি হয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল। এরআগে কলম্বিয়া-আর্জেন্টিনাকে বাদ দিয়ে কোপা আমেরিকা আয়োজনের ভার দেওয়া হয়েছে ব্রাজিলকে।

কোপা আমেরিকায় ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: এমারসন (বার্সেলোনা), দানিলো, অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি, ফেলিপে (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার সিটি), লুকাস পাকেতা (লিওঁ)।

ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.