Sylhet Today 24 PRINT

অলিম্পিক সংশ্লিষ্ট ১৩৭ ব্যক্তি করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুলাই, ২০২১

জাপানের টোকিও শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস-২০২০। এই গেমসের সঙ্গে সংশ্লিষ্ট ১৩৭ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। রোববার (২৫ জুলাই) আয়োজকদের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। খবর সিএনএন ও আনাদোলু এজেন্সির।

১৩৭ জনের মধ্যে অ্যাথলেট রয়েছেন ২৬ জন। তার মধ্যে বর্তমানে জাপানে অবস্থান করছেন ১৩ জন। জাপান ছেড়ে গেছেন ১২ জন। আর একজনের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাকি ১১১ জন আয়োজক, সংগঠক, কোচ ও কর্মকর্তা।

এদিকে অলিম্পিক গেমসের দ্বিতীয় দিন রোববার টোকিও শহরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৩ জন। এর আগের রোববার আক্রান্ত হয়েছিল ১ হাজার ৮ জন। এমনটাই জানিয়েছে টোকিও মেট্রোপলিটন গভর্মেন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.