Sylhet Today 24 PRINT

‘৬০’ রানের বিশাল জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২১

মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ সম্পন্ন করল বাংলাদেশ দল। প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা অজিরা মাত্র একটি জয় নিয়ে ফিরে যাচ্ছে দেশে।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১২২ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন নাঈম শেখ। ১৯ রান আসে অধিনায়ক রিয়াদের ব্যাট থেকে। স্লগ ওভারে ব্যাটসম্যানরা জ্বলে উঠতে না পারায় ভালো শুরুর পরও দলীয় সংগ্রহ বড় হয়নি। তবে এই স্কোর তাড়া করতে নেমেই হিমশিম খায় অজিরা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ রানে ড্যান ক্রিশ্চিয়ানকে হারায় অস্ট্রেলিয়া, যিনি ঝড়ো ইনিংস খেলে আগের ম্যাচে গড়ে দিয়েছিলেন জয়ের ভিত। ক্রিশ্চিয়ানের তোপের মুখে পড়া সাকিব আল হাসান এদিন বল হাতে বিধ্বংসী রূপ নেন। এক ম্যাচ পরই রাজসিক প্রত্যাবর্তন ঘটিয়ে একাই ধসিয়ে দেন সফরকারীদের ব্যাটিং লাইনআপকে।

অস্ট্রেলিয়া মাত্র ৬২ রানে অলআউট হয়। এতে বাংলাদেশ পায় ৬০ রানের বিশাল জয়।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ : ১২২/৮ (২০ ওভার)
নাঈম ২৩, রিয়াদ ১৯, সৌম্য ১৬, মেহেদী ১৩
এলিস ১৬/২, ক্রিশ্চিয়ান ১৭/৪

অস্ট্রেলিয়া : ৬২/১০ (১৩.৪ ওভার)
ওয়েড ২২, ম্যাকডারমট ১৭
সাকিব ৯/৪, সাইফউদ্দিন ১২/৩, নাসুম ৮/২

ফল : বাংলাদেশ ৬০ রানে জয়ী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.