Sylhet Today 24 PRINT

আফগানিস্তান ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনলো তালেবানরা

স্পোর্টস ডেস্ক |  ২২ আগস্ট, ২০২১

আফগানিস্তানে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী তালেবানরা ক্ষমতা দখলের কাছাকাছি চলে যাওয়ার পর দেশটির ক্রিকেট বোর্ডে পরিবর্তন এনেছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল্লাহ ফজলি। তালেবানরা এসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর চেয়ারম্যান পদে আজিজুল্লাহ ফজলিকে নিয়ে আসে।

ফজলি ইতোমধ্যেই এসিবি চেয়ারম্যান হিসেবে এক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রায় দুই দশক ধরে আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রথম আফগানিস্তানে ক্রিকেট দল গঠন করেন।

ফজলি এসিবির ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশের ক্রিকেটের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন।

ফজলির প্রথম কাজ হবে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজ।

তালেবানরা কাবুল বিমানবন্দর দখল নেওয়ার পর থেকে আফগানিস্তানে এখনো বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়নি। তবে এসিবির পরিকল্পনা হলো খেলোয়াড়দের সড়কপথে পাকিস্তানে নিয়ে যাওয়া এবং সেখান থেকে শ্রীলঙ্কায় উড়ে যাওয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.