Sylhet Today 24 PRINT

থামল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২১

ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও লিগের শীর্ষস্থানে থেকে গেছে রিয়াল মাদ্রিদ। দিনের শুরুতে আতলেতিকো মাদ্রিদ আলাভেসের বিপক্ষে হেরে যাওয়ায় শীর্ষস্থান হারানোর শঙ্কা না থাকা রিয়ালের কোচ কার্লোস আলচেলত্তি কিছুটা পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে গেছেন। ওই পরীক্ষায় ফেল না করলেও ম্যাচ জিততে পারেননি তিনি। ফলে লিগে দ্বিতীয়বারের মত পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

আগের ম্যাচে মায়োর্কার জালে গোল উৎসব করা রিয়াল মাদ্রিদ আজ গোলের খাতা খুলতেই পারেনি। পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৪টি শট নিলেও তার একটি ছিল লক্ষ্যে। ভিয়ারিয়াল ছয়টি শট নিলেও এর দুটি ছিল লক্ষ্যে।

সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।

দিনের আরেক ম্যাচে আলাভেসের মাঠে ১-০ গোলে হেরে গেছে আতলেতিকো মাদ্রিদ। সেভিয়ার সমান ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়নরা, সাত ম্যাচ খেলেছে তারা।

পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বার্সেলোনা। আর ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ভিয়ারিয়াল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.