Sylhet Today 24 PRINT

বিসিবিতে পাপন-সুজনের জয়, হেরেছেন পাইলট-ফাহিম

স্পোর্টস ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। আবাহনী লিমিটেডের কাউন্সিলর ক্যাটাগরি-২ থেকে ৫৭ ভোটের ৫৩টি পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হন তিনি।

কাউন্সিলর ক্যাটাগরির পরিচালকরা নির্বাচিত হন ক্লাব প্রতিনিধিদের ভোটে। এখানে নির্বাচিত হন ইসমাইল হায়দার মল্লিক। সব মিলিয়ে এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক। যেখানে নতুন মুখ আছেন ওবায়েদ নিজাম, ফাহিম সিনহা, সালাহউদ্দিন চৌধুরি, ইফতেখার মাহমুদ ও মঞ্জুর আলম।

খ্যাতিমান কোচ ও বিকেএসপির ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম বোর্ড পরিচালক পদে হেরে গেছেন খালেদ মাহমুদ সুজনের কাছে।

সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্যাটাগরি-১ থেকে রাজশাহী বিভাগের পরিচালক পদে হেরে গেছেন সাইফুল আলম স্বপন চৌধুরীর কাছে।

দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন।

বিসিবির পরিচালনা পরিষদের ২৫ সদস্যের মধ্যে মোট ১৬ জন নির্বাচিত হন বুধবারের ভোটে। এ দিন অবশ্য বেসরকারী ফলাফল জানানো হয়। সরকারিভাবে ফল জানানো হবে বৃহস্পতিবার।

নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ জ ম নাছির, খুলনা থেকে শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ, সিলেটের শফিউল আলম চৌধুরী নাদেল, বরিশালের আলমগির খান ও রংপুরের আনোয়ারুল ইসলাম। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হন দীর্ঘদিন ধরে বোর্ডে থাকা আহমেদ সাজ্জাদুল আলম ও জালাল ইউনুস।

নির্বাচিত পরিচালকদের ভোটে এরপর নির্বাচন করা হবে বিসিবি সভাপতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.