Sylhet Today 24 PRINT

পিছিয়ে পড়েও বড় জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২১

কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আরও এক ম্যাচ জিতেছে ব্রাজিল। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার ভোরে ৩-১ গোলে জিতেছে তিতের দল। চলতি আসরে ৯ ম্যাচে এটি তাদের নবম জয়।

শুরুতে এরিক রামিরেস এগিয়ে নেন ভেনেজুয়েলাকে। মার্কিনিয়োস সমতা ফেরানোর পর সফরকারীদের এগিয়ে নেন গাব্রিয়েল বারবোসা। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান এন্থনি।

ম্যাচের একাদশ মিনিটে ডান দিক থেকে ভেনেজুয়েলার ইয়েফেরসন সোতেলদোর দারুণ ক্রস পেনাল্টি স্পটের কাছে ঠেকানোর চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান মার্কিনিয়োস ও ফাবিনিয়ো। অরক্ষিত হয়ে পড়া এরিক রামিরেস গোল করে এগিয়ে দেন ভেনেজুয়েলাকে।

স্বাগতিকরা এই লিগ ধরে রাখে এরপর এক ঘণ্টার মত সময় ধরে। ম্যাচের ৬৯তম মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান মার্কিনিয়োসই, জোরালো হেডে বল পাঠান জালে। পরে ৮৫ মিনিটে গোল করেন গাব্রিয়েল বারবোসা, শেষ সময়ে ব্যবধান আরও বাড়ান অভিষিক্ত এন্থনি। বাছাইপর্বের ৯ ম্যাচ খেলে শতভাগ জয়ের ধারা ধরে রাখে ব্রাজিল।

ব্রাজিলের জয়ের দিনে প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইয়ে সবার ওপরে ব্রাজিল। দুইয়ে থাকা আর্জেন্টিনা আছে ৮ পয়েন্ট পেছনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.