Sylhet Today 24 PRINT

প্রস্তুতি ম্যাচে বিস্ফোরক ব্যাটিং, ব্যর্থ সৌম্য-মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশ প্রতিপক্ষকে হারিয়েছে ৬০ রানে।

মাসকাটের ওমান ক্রিকেট একাডেমি মাঠে শুক্রবার বাংলাদেশ ২০ ওভারে করে ৪ উইকেটে ২০৭। ৩ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ৬৬ করে স্বেচ্ছাবসরে যান নাঈম, লিটন আউট হন ৬ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৫৩ করে। সৌম্য করতে পরেন কেবল ৮, মুশফিক আউট প্রথম বলেই। লিটন অবশ্য জীবন পান ২২ রানে, ৩৯ রানে বেঁচে যান নাঈম।

শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান সোহান। ৭ ছক্কায় এই কিপার-ব্যাটার উপহার দেন ১৫ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস।

রান তাড়ায় ওমান ২০ ওভারে তোলে ৯ উইকেটে ১৪৭ রান।

পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তোলে ৪৮ রান। কিন্তু নাঈম তাতে করেন ১৯ বলে মাত্র ১৯। তবে লিটন আরেকপ্রান্তে দারুণ ব্যাটিং করায় রান ওঠে ভালো গতিতেই। ১১ ওভারে দলের রান স্পর্শ করে একশ। লিটন ফিফটি করেন ৩২ বলে। লিটনের বিদায়েই ভাঙে ১০২ রানের জুটি।

এরপর দ্রুত আরও তিনটি উইকেট হারায় বাংলাদেশ। পরের ওভারেই সৌম্য ধরা পড়েন লং অফে (৮ বলে ৮)। পরের ওভারে ওমান অধিনায়ক আমির কালিম বাঁহাতি স্পিনে নেন দুই উইকেট। প্রথম বলেই প্যাডল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক। আফিফ হোসেন প্রথম বলে সুইপ করে ছক্কা মেরে পরের বলেই আরেকটি ছক্কার চেষ্টায় আউট হন অং অনে।

নাঈম ৩৯ রানে স্টাম্পিং থেকে বেঁচে গিয়ে ফিফটি করেন ৪২ বলে। তবে ২২ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর রানের গতি একটু মন্থর হয় বাংলাদেশের। ১৫ ওভার শেষে রান দাঁড়ায় ৪ উইকেটে ১২৬।

এরপর নাঈম সুইচ হিটে ছক্কা মেরে গতি বদলে দেওয়ার সূচনা করেন। পরের ওভারে তিনি মাঠ ছেড়ে যান অন্যদের সুযোগ দিতে। সোহানের তাণ্ডব শুরু সেই ওভার থেকেই। কালিমকে ছক্কা মারেন টানা দুটি। ১৯তম ওভারে পেসার ওবায়েদউল্লাহকে ছক্কা মারেন তিনি টানা তিন বলে। এর মধ্যে একটি ভেঙে দেয় গ্যালারি ছাড়িয়ে একটি কক্ষের কাঁচ।

রান উৎসবে যোগ দেন পরে শামীম হোসেনও। শেষ ওভারে শামীম মারেন দুটি ছক্কা, সোহান আরও দুটি। শেষ ৫ ওভারে আসে ৮১ রান। শামীম অপরাজিত থাকেন ১২ বলে ১৯ করে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ২০৭/৪ (নাঈম ৬৬ (স্বেচ্ছাবসর), লিটন ৫৩, সৌম্য ৮, মুশফিক ০, আফিফ ৬, সোহান ৪৯*, শামীম ১৯*; রাফিউল্লাহ ৪-০-৪৮-০, ওবায়েদউল্লাহ ৩-০-৩৭-০, মেহরান ২-০-২৫-০, কালিম ৪-০-৩৯-২, শোয়েব ২-০-২২-০, সময় ৪-০-২৪-২, প্রুথভিকুমার ১-০-৯-০)।

ওমান ‘এ’: ২০ ওভারে ১৪৭/৯ (অক্ষয় ০, প্রুথভিকুমার ১, শোয়েব ৪৩, খালিদ ৭, কালিম ৭, খুররম ১১, মেহরান ১৯, রউফ ১৯, রাফিউল্লাহ ৩১, সময় ১*; নাসুম ৪-১-২২-১, মেহেদি , শরিফুল ৪-০-৩০-৩, সাইফ ৪-০-১৭-২, সৌম্য ৩-০-৩৫-০, আফিফ ১-০-৪-১, শামীম ১-০-৭-০)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.