Sylhet Today 24 PRINT

মালিঙ্গাকে ছাড়িয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২১

গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গার ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে লঙ্কান সাবেক পেসারের গড়া সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুঁতে একটি উইকেটের দরকার ছিল বাঁহাতি এই স্পিনারের।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের রিচি বেরিংটনকে ফিরিয়ে মালিঙ্গাকে ছুঁয়ে ফেলেন সাকিব। সাকিবের বলে অসাধারণ এক ক্যাচ নেন আফিফ হোসেন ধ্রুব। এই ওভারেই আরেকটি উইকেট নিয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন সাকিব। এই ওভারে ৩ বলে ২টি উইকেট নেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

৮৪ টি-টোয়েন্টিতে ১০৭ উইকেট নিয়ে এতোদিন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মালিঙ্গা। বাংলাদেশের হয়ে ৮৯ ম্যাচ (এই ম্যাচসহ) খেলা সাকিবের উইকেট এখন ১০৮টি। সাকিব টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র স্পিনার, যে ১০০টির বেশি উইকেট পেয়েছেন।

সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ৩ নম্বরে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি, তার উইকেট ৯৯টি। ৯৮ উইকেট পাওয়া পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শহীদ আফ্রিদি চার নম্বরে। মাত্র ৫১ ম্যাচে ৯৫ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.