Sylhet Today 24 PRINT

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সৌম্যর জায়গায় নাঈম

সিলেটটুডে ডেস্ক: |  ১৯ অক্টোবর, ২০২১

নাঈম শেখ (ফাইল ছবি)

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বেকায়দায় পড়েছে বাংলাদেশ। আজ দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে স্কটল্যান্ড।

তাই ওমানের বিপক্ষে বাংলাদেশের এটি টিকে থাকার লড়াই। মাসকাটের আল-আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ টসভাগ্য বাংলাদেশের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন আগের ম্যাচে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার। দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। বাংলাদেশ দলে পরিবর্তন একটিই।

স্কটল্যান্ডের কাছে হেরে চাপে আছে বাংলাদেশ। সুপার টুয়েলভে যেতে হলে মাহমুদউল্লাহ-সাকিবদের এখন কেবল পরবর্তী দুই ম্যাচ শুধু জিতলেই হবে না, রান রেটটাও মোটাতাজা রাখতে হবে। কারণ 'বি' গ্রুপ থেকে তিন দলের পয়েন্ট সমান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তখন রান রেটে গ্রুপের শীর্ষ দুই দল নির্ধারিত হবে। স্কটল্যান্ড ও ওমান তাদের প্রথম ম্যাচ জিতেছে। উভয় দলেরই আরও একটি করে ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশও যদি পরের দুটি ম্যাচ জেতে তাহলে তিন দলের সমান ৪ পয়েন্ট করে হতে পারে। তখন রান রেট বিবেচনা করা হবে।

ওমান তাদের প্রথম ম্যাচটি ৩৮ বল হাতে রেখে ১০ উইকেটে জিতেছে। তাদের রান রেট ৩.১৩৫। বাংলাদেশের বিপক্ষে ৬ রানে জেতা স্কটল্যান্ডের রান রেট ০.৩০০। আর প্রথম ম্যাচ হারা টাইগারদের রান রেট -০.৩০০।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.