Sylhet Today 24 PRINT

স্কটল্যান্ডকে ১৩০ রানে হারাল আফগানিস্তান

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে টানা তিন ম্যাচ জিতে মূল পর্বে ওঠা আসা স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে আফগানিস্তান।

শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সুপার টুয়েলভে দুই দলের প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে আফগানরা করে আসরের সর্বোচ্চ ১৯০ রান। স্কটল্যান্ড গুটিয়ে যায় কেবল ৬০ রানেই।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সবচেয়ে বড় জয় এটিই। ২০১৩ সালে শারজাহতেই কেনিয়ার বিপক্ষে ১০৬ রানে জয় ছিল তাদের আগের রেকর্ড।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২০ রানে ৫ উইকেট নেন অফ স্পিনার মুজিব। লেগ স্পিনার রশিদ স্রেফ ৯ রানে নেন ৪টি।

জবাবে ১৯১ রান তাড়া করতে নেমে বিপাকে পড়ে স্কটিশরা। ওপেনাররা সতর্কতার সাথে ইনিংস শুরু করলেও দলের ২৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে। মুজিব-উর রহমানের বলে ব্যক্তিগত ১০ রানে ফিরে যান কাইল কোয়েটজার। দলের একই রানে পরপর ফিরে যান যথাক্রমে কলাম ম্যাকলিওড রিচি বেরিংটন। স্কটিশদের আসা-যাওয়ার এই ধারাবাহিকতায় চতুর্থ উইকেটে শূন্য রানে সাজঘরে ফেরেন ম্যাথু ক্রস। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান তুলে পঞ্চম উইকেটে ফেরেন জর্জ মুন্সি। মাইকেল লিয়াস্ক (০), মার্ক ওয়াট (১) এর মাধ্যমে ৬ ও ৭ নম্বর উইকেটের পতন ঘটে। দলীয় ৫৩ রানে ৮.৫ ওভারে ১২ রানে আউট হন ক্রিস গ্রেভস। দলের ৬০ রানে পতন ঘটে নয় নম্বর উইকেটের, জশ ডেভি আউট হন। একই রানে বার্ড উইল ফিরে গেলে ১০.২ ওভারে ৬০ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। ফলে আফগানিস্তান ১৩০ রানের বড় জয় পায়।

আফগানদের পক্ষে মুজিব-উর রহমান ৫টি, রশিদ খান ৪টি ও নাভিন উল হক ১টি উইকেট লাভ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.