Sylhet Today 24 PRINT

স্কটল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০২১

ওয়ানডে বিশ্বকাপে ২০০৩ সালেই খেলেছে নামিবিয়া—এর আগে-পরে ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বমঞ্চে আর খেলা হয়নি। খেললেও সেবার জয়ের মুখ দেখা হয়নি নামিবিয়ার। ছয় ম্যাচের ছয়টিতেই হেরেছিল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম এসেছে, এসেই সুপার টুয়েলভে ওঠাই ছিল বড় অর্জন। কিন্তু সেখানেই থেমে থাকেনি নামিবিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে নামিবিয়া।

টস জিতে প্রথমে স্কটিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নামিবিয়া। স্কটিশরা ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান তুলতে সক্ষম হয়।

১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে নামিবিয়ার। ব্যাটারদের সতর্ক ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলের ৫০ রানে, ফিরে যান জেন গ্রিন। দলের ৬১ রানে জেরার্ড ইরাসমাস সাজঘরে ফেরেন।

চতুর্থ উইকেটের পতন ঘটে ৬৭ রানে, ক্রেইগ উইলিয়ামস ফেরেন ১২.৩ ওভারে।

পঞ্চম উইকেটে ডেভিড ওয়াইজ ব্যক্তিগত ১৬ রানে ফেরেন। জ্যান ফ্রাংলিংক আউট হন দলের ১০৯ রানে। আর কোনো উইকেটের পতন না ঘটলে ১৯.১ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নামিবিয়া৷

স্কটল্যান্ডের পক্ষে মিচেল লিয়াস্ক দুইটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান সাফইয়ান শরীফ, ব্রাড উইল, ক্রিস গ্রেভস ও মার্ক ওয়াট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.