Sylhet Today 24 PRINT

ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২১

গুঞ্জন ছিল অনেক আগে থেকে। বিশ্বকাপের মাঝামাঝি এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্বকাপের পর ভারতের হেড কোচ হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিবৃতিতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘তার ক্যারিয়ার সত্যিই দুর্দান্ত। সে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। অনেক তরুণ ক্রিকেটারকে ভালোভাবে সে গড়ে তুলেছে। যাদের অনেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তার অধীনে ভারতীয় দল অন্য উচ্চতায় পৌঁছাবে।’

জাতীয় দলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত দ্রাবিড় নিজেও। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে আছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দ্রাবিড় বলেন, ‘এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে! শাস্ত্রীর অধীনে দল খুব ভালো খেলেছে। আমি এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে কোহলিদের দায়িত্ব নিতে যাচ্ছেন দ্রাবিড়।

বিশ্বকাপের শুরুর দিকে ভারতের কোচের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রবি শাস্ত্রী। এরপরই গুঞ্জন উঠেছিল কোচের আসনে দ্রাবিড়ের বসা নিয়ে।

২০১৬ ও ২০১৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসরে ভারতের দায়িত্ব ছিল দ্রাবিড়ের ওপর। ২০১৬ সালে রানার্সআপ হলেও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয় ভারতীয় যুব দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.