Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ডের জয়ে আফগানিস্তানের সাথে হারলো ভারতও

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০২১

এই ম্যাচের ওপর নির্ভর করছিল অনেক কিছু। দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও নিউজিল্যান্ড ছাড়া, তৃতীয় দল ভারতেরও চোখ ছিল এই খেলায়। আফগানিস্তান ম্যাচে জিতলে শুধু তাদের নয় শেষ চারে খেলার সম্ভাবনা টিকে থাকত ভারতেরও।

তবে তেমনটা হলো না। আফগানিস্তানের সঙ্গে ১২০ কোটি ভারতীয় সমর্থকের মন ভেঙে সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। আফগানিস্তানের করা আট উইকেটে ১২৪ রানের সংগ্রহ ১১ বল ও আট উইকেট অক্ষত রেখে টপকে যায় ব্ল্যাকক্যাপস।

এ জয়ে পাকিস্তানের সঙ্গে গ্রুপ টু থেকে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করল নিউজিল্যান্ড।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। পাওয়ার প্লেতে ৪৫ রান আসে ব্ল্যাকক্যাপদের ব্যাট থেকে।

১২ বলে ১৭ রান করে আউট হন মিচেল। চতুর্থ ওভারের প্রথম বলে তাকে ফেরান মুজিব উর রেহমান।

আর নবম ওভারে ২৩ বলে ২৮ রান করা গাপটিলকে বোল্ড করে ম্যাচ জমিয়ে দেন রাশিদ খান।

তবে ম্যাচের লাগাম হাতছাড়া করেননি নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামস ও ডেভন কনওয়ে। ৬৮ রানের জুটি গড়ে জয় পাইয়ে দেন দলকে।

উইলিয়ামসন ৪০ ও কনওয়ে ৩৬ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, আবু ধাবিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিতে পারেননি আফগান ব্যাটাররা।

অতি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন হজরতুল্লাহ জাজাই ও মোহাম্মাদ শাহজাদ। জাজাই দুই রান করে ট্রেন্ট বোল্টের বলে আর শাহজাদ চার রান করে অ্যাডম মিলনের বলে আউট হন।

রহমানুল্লাহ গুরবাজ ও গুলবাদিন নায়িবও দলকে বেশিদূর টানতে পারেননি। দশ ওভারে ৫৬ রানে চার উইকেট হারায় আফগানিস্তান।

সেখান থেকে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন নাজিবুল্লাহ জাদরান। ব্ল্যাকক্যাপ বোলিং আক্রমণের বিপক্ষে একাই লড়েন তিনি।

৪৮ বলে তিন ছক্কায় ক্যারিয়ার সেরা ৭৩ রান করে বিদায় নেন জাদরান। আর কোনো ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে পারেননি।

নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ে আট উইকেটে ১২৪ রানে থামে আফগানিস্তানের ইনিংস।

ব্ল্যাকক্যাপদের হয়ে সেরা বোলার ছিলেন বোল্ট। ১৭ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। জোড়া উইকেট নেন অভিজ্ঞ টিম সাউদি। একটি করে উইকেট শিকার করেন জিমি নিশ্যাম, মিলনে ও ইশ সোধি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.