Sylhet Today 24 PRINT

ধাওয়া খেয়ে ডোবায় বাংলাদেশের পাকিস্তানি সমর্থক

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০২১

চট্টগ্রামের বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখতে পাকিস্তানের জার্সি পরে যাওয়ায় এক সমর্থকের জার্সি ছিঁড়ে দিয়ে তাকে ধাওয়া করেছেন মুক্তিযোদ্ধা মঞ্চের নেতা-কর্মীরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফটকে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মুজিবুল হক বলেন, ‘এক যুবক পাকিস্তানি জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতেছিলেন। তখন মুক্তিযোদ্ধা মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে অবস্থানকারীরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। এরপর চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পরে ওই যুবককে ধাওয়া দেন তারা। একপর্যায়ে তিনি একটি ডোবার মধ্যে পড়ে যান।’

ওই যুবকের বাড়ি স্টেডিয়ামের পাশেই পশ্চিম কাট্টলী বলে জানা গেছে। তিনি আরব আমিরাত থেকে সম্প্রতি দেশে এসেছেন।

মুক্তিযোদ্ধা মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি কাজী রাসেল বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, কোনো বাংলাদেশি পাকিস্তানি জার্সি ও পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। তারপরও একজন যুবক পাকিস্তানি জার্সি পরে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে।

‘তাকে আমরা জিজ্ঞেস করি, তিনি বাংলাদেশি কি না? তিনি হ্যাঁ উত্তর দেন। এরপর তাকে বলি, বাংলাদেশি হয়ে কেন পাকিস্তানি জার্সি পরছেন? তখন তিনি তার ইচ্ছার কথা জানান।’

রাসেল আরও বলেন, ‘আমরা তাকে বলি, এটি দেশের জন্য অবমাননাকর। সে জন্য আমরা তাকে জার্সি খুলে স্টেডিয়ামে প্রবেশের অনুরোধ করি। এরপর তিনি জোর করে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে তাকে আমাদের নেতা-কর্মীরা ধাওয়া দেয়। পরে তিনি দৌড়ে পালিয়ে যান।’

এর আগে বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট ক্রিকেট ম্যাচে বাংলাদেশের কেউ পাকিস্তানি পতাকা নিয়ে এলে এবং পাকিস্তানের জার্সি পরলে তা প্রতিরোধের ঘোষণা দেয় ‘পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য’ নামের একটি সংগঠন।

যদিও পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই ধরনের খবর পেয়ে সেখানে কোনো যুবককে পাওয়া যায়নি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.