Sylhet Today 24 PRINT

জিততেই ভুলে গেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২১

দুই-দুইবার এগিয়ে যাওয়ার পরও ব্যবধান ধরে রাখতে পারল না বার্সেলোনা, ফলে আরও এক হতাশার ম্যাচ শেষ করল কাতালানরা।

রোববার ওসাসুনার মাঠে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে জাভি এরনান্দেজের দল।

এনিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল কাতালান দলটি। ঘরোয়া লিগে গত রাউন্ডে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বার্সা। এরপর বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে ২০০০-০১ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা।

ওসাসুনার বিপক্ষে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নেয় বার্সেলোনা। এর মধ্যে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিকদের আট শটের তিনটি লক্ষ্যে ছিল।

ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। গাভির চমৎকার ক্রস অফসাইডের ফাঁদ এড়িয়ে ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করেন গনসালেস। বার্সেলোনার মূল দলের হয়ে ১৯ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডারের এটাই প্রথম গোল।

এর দুই মিনিট পরই সমতায় ফেরে ওসাসুনা। সতীর্থের ফ্রি-কিকে ডি-বক্সে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার দাভিদ গার্সিয়া।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। তাদের ডি-বক্সে সের্হিও বুসকেতসের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে ওসাসুনার খেলোয়াড়রা। তবে রেফারির সাড়া মেলেনি। সেখান থেকেই প্রতি-আক্রমণে উঠে ডান দিক থেকে স্বাগতিকদের ডি-বক্সে ক্রস বাড়ান উসমান দেম্বেলে। প্রতিপক্ষ ডিফেন্ডার গার্সিয়ার মাথা ছুঁয়ে বল পেয়ে যান আব্দেসামাদ। ছয় গজ বক্সের মুখে ডান পায়ের ভলিতে জাল খুঁজে নেন মরক্কোর ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। বার্সেলোনার জার্সিতে তারও এটা প্রথম গোল।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ডি-বক্সের বাইরে থেকে আভিলার শট বার্সেলোনার ডিফেন্ডার সামুয়েল উমতিতির পায়ে লেগে জালে জড়ায়।

১৬ ম্যাচে ৬টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ২২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ওসাসুনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.