Sylhet Today 24 PRINT

টিকা না নেওয়ায় বাংলাদেশের সফর বাতিল

স্পোর্টস ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল করা হয়েছে। আর তাই খেলা হচ্ছে না দুটি প্রীতি ম্যাচও। কয়েকজন ফুটবলারের করোনা টিকার সনদ না থাকায় এ সিদ্ধান্ত এসেছে।

ফিফা উইন্ডোতে ২৪ ও ২৭ জানুয়ারি বালিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল জামালদের। আর এরপরই সবকিছু ঠিক থাকলে আগামী ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াত প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল)।

ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হবে বলে নিশ্চিত করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। তবে এখনো চূড়ান্ত হয়নি ঢাকার বাইরের ভেন্যুগুলো।

আসরকে সামনে রেখে সোমবার (১০ জানুয়ারি) বাফুফেতে লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে ইন্দোনেশিয়া সফরই হতে যাচ্ছিল প্রথম পরীক্ষা। কিন্তু সেটি ভেস্তে গেল। হাভিয়ের নিয়োগ পেয়েছেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.