Sylhet Today 24 PRINT

টেস্ট অধিনায়কত্বও ছাড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০২২

টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব থেকে নিজেই সরে গিয়েছিলেন, এরপর ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ দুই সংস্করণের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর এবার আচমকা টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে গেছেন ভিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পরদিন অনেকটা আকস্মিকভাবেই টেস্টের নেতৃত্বও ছেড়ে দিয়েছেন তিনি।

শনিবার নিজের স্বীকৃত টুইটার একাউন্টে বিবৃতি দিয়ে ৭ বছরের নেতৃত্বের ইতি টানলেন কোহলি।

টুইটারে দেওয়া বিবৃতিতে কোহলি বলেন, 'একটা পর্যায়ে এসে সব কিছুই একদিন থেমে যায়, ভারতের হয়ে আমার টেস্ট অধিনায়কত্বও এখন তাই হলো। পথচলায় অনেক সাফল্য ছিল, কিছু ব্যর্থতাও ছিল। কিন্তু কখনই নিবেদনের কোন ঘাটতি ছিল না। আমি বরাবরই ১২০ শতাংশের বেশি দিয়ে চেষ্টা করে গেছি।'

'আমি আমার মনের কাছে পরিষ্কার ছিলাম, কখনই দলের সঙ্গে অসততা করিনি। আমি বিসিসিআইকে ধন্যবাদ দেব, তারা আমাকে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছিল। আমি আমার দলের সব সতীর্থকে ধন্যবাদ দেই। তাদের কারণেই যাত্রাটা এত আনন্দদায়ক হয়েছে।'

টেস্টে কোহলির নেতৃত্বেই ভারত পেয়েছে সবচেয়ে বেশি জয়। ৬৮ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে ৪০টিতেই দলকে জিতিয়েছেন তিনি, তার অধীনে ভারত হেরেছে ১৭ টেস্ট, ড্র করেছে ১১টিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে ভারতকে সিরিজ জিতিয়েছেন কোহলি।

তবে শেষটা ভাল হয়নি তার। প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তার দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.