Sylhet Today 24 PRINT

করোনার ঊর্ধ্বগতিতে জৌলুস হারাচ্ছে বিপিএল

স্পোর্টস ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০২২

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। সবকিছু ঠিক থাকলে ২১ জানুয়ারি মাঠে গড়ানোর কথা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনটি। কিন্তু শুরুর আগেই বিপিএল জৌলুস হারিয়েছে অনেকটা। করোনাভাইরাসের নতুন সংক্রমণ অমিক্রনের প্রভাব দিনকে দিন বাড়ছে। তার বড় ধাক্কাটা লেগেছে শুরুর অপেক্ষায় থাকা বিপিএলের গায়েও।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে যাওয়া ক্রিকেটারদের করোনার পরীক্ষায় ৪-৫ জন ক্রিকেটারের শরীরে পাওয়া গেছে করোনার উপস্থিতি। আজ আবারো করানো হবে ক্রিকেটারদের করেনা পরীক্ষা। তবে কে বা কারা আক্রান্ত হয়েছেন, কতজন আক্রান্ত হয়েছেন বিষয়গুলো এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরকে হোটেলে উঠতে দেওয়া হবে না। ফলে আপাতত দলের বাইরেই থাকতে হচ্ছে করোনায় আক্রান্ত খেলোয়াড়দের। আর আক্রান্তদের ক্ষেত্রে টোকিও অলিম্পিকের প্রটোকল ফলো করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.