Sylhet Today 24 PRINT

পর্দা উঠলো বিপিএলের, উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বরিশাল-চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা উঠলো। করোনার কারণে এক বছর বিরতি দিয়ে গ্যালারি ভর্তি দর্শক নিয়েই মাঠে গড়ানোর কথা ছিল কুড়ি ওভারের এই টুর্নামেন্টের। তবে হুট করে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দর্শকহীন মাঠে ‍শুরু হলো টি-টোয়েন্টির লড়াই। আজ (শুক্রবার) দুপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুর বরিশালের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ২০২২ সালের

এদিকে বিপিএলের অষ্টম আসরের শুরুর দিনে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের পক্ষই নিলো টস 'ভাগ্য'। জিতেই বরিশাল নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে সাকিবের বরিশাল একাদশে রেখেছে তিন বিদেশিকে। তিনজন হলেন- ডোয়াইন ব্রাভো, আলজারি জোসেফ ও জেক লিন্টট।

অন্যদিকেচট্টগ্রাম চ্যালেঞ্জার্সও তিন বিদেশি নিয়েই সাজিয়েছে নিজেদের একাদশ। দলে জায়গা পেয়েছেন কেনার লুইস, বেনি হাওয়েল ও উইল জ্যাকস।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জেক লিন্টট, নাঈম হাসান, সালমান হোসেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ, নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ।

এবারের আসর রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে। মোট ২৭ দিনে মাঠে গড়াবে ৩৪ ম্যাচ। উদ্বোধনী দিনে মাঠে গড়াচ্ছে দুটি ম্যাচ। সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচের পর সন্ধ্যায় মুখোমুখি হবে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স ও মাহমুদউল্লাহর মিনিস্টার গ্রুপ ঢাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.