Sylhet Today 24 PRINT

ম্যাচ বাঁচাতে মন্থর ব্যাটিংয়ের রেকর্ড, তবু হারল দ.আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০১৫

৪৮১ রানের টার্গেটের কথা বেমালুম ভুলে গিয়ে দুই দিন ব্যাটিং করে ম্যাচ বাঁচাতে মরিয়া চেষ্টা করেছিল  দক্ষিণ আফ্রিকা। মন্থর ব্যাটিং এর রেকর্ড গড়ে ১৪৩ ওভার ১ বল ব্যাটিং ওভার প্রতি ১ রানের কম নিয়ে ঠিক ১৪৩ রানে অলআউট হয়ে স্বাগতিক ভারতের কাছে ৩৩৭ পরাজিত হয়েছে হাশিম আমলার দল।

দিল্লি টেস্টে হারায় ভারতের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে হারল সফরকারী প্রোটিয়াসরা।

ফিরোজ শাহ কোটলায় প্রথম ইনিংসে ভারতের ছুঁড়ে দেয়া ৩৩৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় আমলা-ভিলিয়ার্স সমৃদ্ধ আফ্রিকানরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬৭ রান তোলে ৪৮১ রানের পাহাড় সমান টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

দুই দিন হাতে নিয়ে ৪৮১ রানের টার্গেটে পৌঁছাতে হলে বিশ্ব রেকর্ড করতে হত আমলাদের। সেপথে যাওয়ার কোন চেষ্টাই করেনি তারা। উল্টো অতি মন্থর গতির ব্যাটিং করে দুই দিন কাটাতে চেয়েছিল তারা। তাতে অবশ্য একটা রেকর্ড হয়ে গেছে। নিকট অতীতে ১৪৩ ওভার ব্যাট করে দেড়শোর নিচে আটকে যাওয়ার নজির নেই কোন দলের।

১৪৩ ওভারে দলীয় ১৪৩ এর মধ্যে এভিডি ভিলিয়ার্স সর্বোচ্চ ৪৩ রান করেছেন। এই রান তুলতে তাঁর খরচ হয়েছে ২৯৭টি বল। বাভুমা ১১৭ বলে ৩৪ এবং অধিনায়ক হাশিম আমলা ২৪৪ বলে ২৫ রান করেন। ভারতের পক্ষে রবীচন্দ্র অশ্বিন ৫ উইকেট পেয়েছেন।

তবে কোন বোলার নয় এই ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন ভারতের আজঙ্কা রাহানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.