Sylhet Today 24 PRINT

‘সুপারফ্লপ’ খেলা দেখিয়ে সুপার স্টারসের বিদায়

ক্রীড়া প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০১৫

পরের রাউন্ডে যাওয়ার জন্য যে ক্ষীণ আশা ছিল সিলেট সুপার স্টারসের তাতে আজকের ম্যাচটা জিততেই হত এবং পরের ম্যাচে ঢাকা ডাইনামাইটসের হার প্রার্থনা করতে হত। কিন্তু এই সমীকরণের ধারে কাছেও যেতে পারেনি তারা। মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে পাত্তাই পায়নি, মাত্র ৭৯ রানে অলআউট হয়ে হেরেছে  ৭১ রানে।

এই আসরে দুবার ১০০'র নিচে অলআউট হয়েই বিপিএল থেকে বিদায় নিল তারা। এই জয়ের ফলে শীর্ষে থেকেই শেষ চার নিশ্চিত করল মাশরাফির দল।

কুমিল্লার ছুঁড়ে দেয়া ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুভাগত হোমের স্পিন বিষে দাঁড়াতেই পারেনি সুপার স্টারসের ব্যাটিং লাইনআপ। ৫০ রানের ভেতর ৬ উইকেট হারায় তারা।

৩ ওভার বল করে শুভাগত মাত্র ৮ রানে ৩ উইকেট পান। এছাড়া আন্দ্রে রাসেল ও আসকার জায়িদি ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে কুমিল্লাকে ব্যাটিং করার আমন্ত্রণ পাঠান মুশফিকের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া শহীদ আফ্রিদি।  ব্যাটিংয়ে নেমে ৭ রানে লিটন আউট হলেও ইমরুল ও শেহজাদ ৬৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। শাহজাদ ৪২ ও ইমরুল ২৭ রান করে আউট হলেও অলক কাপালীর সাথে জুটি বেধে ইনিংস টানেন আশকার জায়িদি। জায়িদি ৩১ রান করে আউট হন তবে অলক কাপালী ৩২ রান করে অপরাজিত থেকে দলকে ১৫০ রানেই পুঁজি পাইয়ে দিতে সমর্থ হন।  

৪২ রান করে ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন আহমেদ শেহজাদ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.