Sylhet Today 24 PRINT

রোনালদোর ৬০তম হ্যাটট্রিক, ম্যান ইউর জয়

স্পোর্টস ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০২২

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ের সম্ভাবনা একদম নেই, হুমকির মুখে আছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন। একের পর এক বাজে পারফরম্যান্সে ম্যান ইউ যখন ধুঁকছে তখন ফের ত্রাতা হয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অতিমানবীয় পারফরম্যান্স আরও একবার জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড। এক ড্র ও এক হারের পর লিগে জয় পেল রালফ রাংনিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে সবশেষ ১৩ ম্যাচে এটা তাদের কেবল চতুর্থ জয়।

এক মাসের একটু বেশি সময়ের ব্যবধানে দুই হ্যাটট্রিক করলেন রোনালদো, নিজের সবশেষ তিন লিগ ম্যাচে দ্বিতীয়। ইউনাইটেডের এর আগের শেষ জয়টাও এসেছিল রোনালদোর কাঁধে চেপে। গত ১২ মার্চ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও ঘরের মাঠের হোম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি, ওই ম্যাচও দল জিতেছিল ৩-২ গোলে।

ইউনাইটেড গোলের দেখা পায় ম্যাচের সপ্তম মিনিটে। গোলদাতা যথারীতি রোনালদোই। এন্থনি এলেঙ্গার পাস ধরে গোলমুখ থেকে অনায়াসে লক্ষ্যভেদ করেন রোনালদো।

৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আলেক্স তেলেসের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

বিরতির আগের যোগ করা সময়ের প্রথম মিনিটে তেমু পুক্কির দূরের পোস্টে বাড়ানো ক্রসে হেডে ব্যবধান কমান কিয়েরান ডাওয়েল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর খানিক বাদেই ম্যাচে সমতা ফেরে। ৫২তম মিনিটে ডাওয়েলের পাস ধরে বক্সের ডান দিক থেকে ডান পায়ের শটে সমতা ফেরান পুক্কি।

ম্যাচের ৭৬তম মিনিটে ডি-বক্সের অনেকখানি বাইরে এলেঙ্গা ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় ইউনাইটেড। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শট নেন রোনালদো। রক্ষণ দেয়াল এড়িয়ে লক্ষ্যে থাকা বলে ঝাঁপিয়ে হাত লাগান গোলরক্ষক; কিন্তু রুখতে পারেননি। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

পূর্ণ হয় রোনালদোর ক্লাব হ্যাটট্রিকের অর্ধশতক। ইউনাইটেড এগিয়ে যায় জয়ের দিকে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক হলো ৬০টি। ক্যারিয়ার গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১০টি।

এবারের লিগে রোনালদোর গোল হলো ১৫টি। তালিকায় উপরে আছেন কেবল মোহামেদ সালাহ (২০) ও সন হিউং-মিন (১৭)। ইংল্যান্ডের শীর্ষ লিগে পাঁচবারের বর্ষসেরা তারকার মোট গোল হলো ৯৯টি।

৩২ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রালফ রাংনিকের দল। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৫১ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। ইউনাইটেডের সমান ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম। তাদের ওপরে থাকা চেলসির ৩০ ম্যাচে পয়েন্ট ৬২। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.