Sylhet Today 24 PRINT

চলে গেলেন বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার সামিউর রহমান

স্পোর্টস ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০২২

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ানডে পেসার ম্যাচ রেফারি সামিউর রহমান সামি আর নেই। মঙ্গলবার রাজধানীর একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। সামিউর রহমান সামির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পুত্র রেজাউর রহমান রোহান।

সাবেক এই পেসার আশির দশকে খেলেছেন বাংলাদেশ দলের হয়ে। খেলা ছাড়ার পর আম্পায়ারিং পেশায় যোগ দেন। এরপর লম্বা সময় ধরে ভুগছিলেন ব্রেন টিউমারে। সম্প্রতি শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ভর্তি করানো হয় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে।

মিডিয়াম পেস বোলার সামিউর রহমান নিচের দিকেও ছিলেন দুর্দান্ত ব্যাটার। তিনি ছিলেন ১৯৮২ সালে অনুষ্ঠিত আইসিসি ট্রফির বাংলাদেশ দলের সদস্য। ওই আসরে ৭টি উইকেটও পান। খেলেছেন ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে। এছাড়াও ৮৬' এশিয়া কাপে খেলেন দুটি ওয়ানডে ম্যাচ। ওই আসরে ক্যান্ডিতে অনুষ্ঠিত হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সামিউরের শেষ ম্যাচ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.