Sylhet Today 24 PRINT

সন্তানহারানো রোনালদোর পাশে ম্যান ইউ

স্পোর্টস ডেস্ক |  ২০ এপ্রিল, ২০২২

একদিন আগে সন্তান হারিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা লিভারপুলের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচ থেকেও তিন পয়েন্ট দরকার ম্যান ইউর। দরকার ছিল সবশেষ ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করা রোনালদোকে। কিন্তু সেটা হচ্ছে না।

রোনালদোর একান্ত কিছু সময় কাটানোর বিষয়টাকে সম্মান জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ তাকে ছুটি দিয়েছে। যার ফলে আজ লিভারপুলের বিপক্ষে ম্যাচে তাকে পাবে না রেড ডেভিলরা।

৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে স্কোয়াডে না রাখার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইউনাইটেড। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘একজন মানুষের কাছে পরিবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর রোনালদো এই কঠিন সময়ে তার পরিবারকে সময় দিচ্ছেন, ভালোবাসার মানুষদের মানসিক সমর্থন যোগাচ্ছেন। এর ফলে আমরা নিশ্চিত করছি যে, আজ লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডের ম্যাচে তিনি আমাদের হয়ে খেলছেন না। তার ও তার পরিবারের কিছু সময় একান্তে থাকার অনুরোধকে আমরা সম্মান জানাচ্ছি।’

গত রাতে রোনালদো তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তার সন্তান হারানোর কথা জানান। জোড়া সন্তানের মধ্যে কন্যা সন্তান অবশ্য সুস্থভাবে ভূমিষ্ট হয়েছে, রোনালদো জানিয়েছেন তার জন্মই এখন তার পরিবারকে ‘বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছে’।

ছেলে সন্তানের মৃত্যুর কারণে রোনালদোর পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনার বার্তা পাচ্ছেন বেশ। রোনালদোর ইউনাইটেড সতীর্থ মার্কাস র‍্যাশফোর্ড জানিয়েছেন, ‘তোমার ও জর্জিনার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ভাই আমি অত্যন্ত দুঃখিত।’

শুধু রোনালদোর দল থেকেই নয়, রোনালদোর প্রতিপক্ষও এই কঠিন সময়ে সমবেদনা জানিয়েছে তার পরিবারকে। লিভারপুল এক টুইটে লিখেছে, ‘লিভারপুল ফুটবল ক্লাবের সবাই আমাদের অন্তরের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি আপনাকে, জর্জিনাকে ও আপনাদের পরিবারকে।’

রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসও সমবেদনা জানিয়েছে রোনালদোকে। জুভেন্তাস বলেছে, ‘এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তোমার, জর্জিনা ও তোমাদের পুরো পরিবারের সঙ্গে আছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.