Sylhet Today 24 PRINT

ফের হাসপাতালে পেলে

স্পোর্টস ডেস্ক |  ২০ এপ্রিল, ২০২২

ক্যানসার চিকিৎসার জন্য গত সোমবার আবারও হাসপাতালে ফিরতে হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেকে। মঙ্গলবার এক মেডিকেল নোটে এমনটাই জানায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল।

পেলের পূর্ণাঙ্গ নাম উল্লেখ করে সেই নোটে চিকিৎসক জানান, এডসন আরানতেস ডো নাসিমেনতোর শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং পরবর্তী কয়েক দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

গত সেপ্টেম্বরের শুরুতে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, ৮১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির কেমোথেরাপি চলবে। এরপর থেকে নিয়মিতভাবে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

পেলে ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৯২ ম্যাচে ৭৭ গোল করেন তিনি। এ ছাড়া তিনি ইতিহাসের চার ফুটবলারের একজন, যাদের চারটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির আছে।

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত পেলে পেশাদারি ক্যারিয়ারে খেলেছেন সান্তোস ও নিউ ইয়র্ক কসমসের হয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.