Sylhet Today 24 PRINT

পাঁচ বছর পর ওপেনিংয়ে শতরানের জুটি

স্পোর্টস ডেস্ক |  ১৭ মে, ২০২২

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সকালে তামিম ইকবালের অর্ধশতকে দারুণ শুরু করেছে স্বাগতিকরা। আগের দিন ৩৫ রানে অপরাজিত থাকা তামিম এদিন প্রথম পাঁচ ওভারের মধ্যে নিজের অর্ধশতক পূর্ণ করেন। সবমিলিয়ে ৭৩ বলে ৭ চারে অর্ধশতক পূর্ণ করেন তামিম। এটা তামিমের ক্যারিয়ারের ৩২ তম অর্ধশতক। ফিফটিতে টেস্ট ক্যারিয়ারে ৪৯০০ রান পূর্ণ করেছেন। পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করতে অপেক্ষা আর ১০০ রানের।

এর আগে টেস্টে শতরান এসেছিল সেই ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে। একই প্রতিপক্ষের বিপক্ষে গল টেস্টে সৌম্য সরকারকে নিয়ে ১১৮ রানের জুটি গড়েছিলেন তামিম। কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টেও তামিম-সৌম্য জুটিতে এসেছিল ৯৫ রান।

এরপর বাংলাদেশ খেলেছে ৩১ টেস্ট। অবশেষে ৬১ ইনিংস পর ওপেনিংয়ে শতরানের জুটি গড়েছে দুই টাইগার ওপেনার তামিম ও জয়। আগের দিনের ৭৬ রানের সঙ্গে সকালে আরও ২৮ রান যোগ করেন জয় ও তামিম। যেখানে তামিমের ব্যাট থেকে আসে ২২ রান এবং জয় যোগ করেন ৫ রান। এতে পাঁচ বছর পর টেস্টে শতরানের ওপেনিং জুটি দেখলো বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.