Sylhet Today 24 PRINT

সিলেটে ‘পুলিশ কমিশনার টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু ২০ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৫

সিলেটের প্রথম শ্রেণীর দশটি ক্লাব নিয়ে ২০ ডিসেম্বর  সিলেট জেলা স্টেডিয়ামে ‘পুলিশ কমিশনার টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫’’   উদ্বোধন হতে যাচ্ছে।  টুর্নামেন্টের খেলাগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম এই দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।  

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জেলা ক্রীড়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগীয় ক্রীড়া সংস্থা টুর্নামেন্ট আয়োজনের বিস্তারিত ঘোষণা করেছে।

২০ ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৫.৩০ মি. ও সন্ধ্যা ৫.৪৫ মি.-এ ফ্লাড-লাইটের আলোয় সিলেট জেলা ও বিভাগীয় স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল বলেন, সিলেটের স্বনামধন্য ১ম শ্রেণীর দশটি ক্লাব এই টুর্নামেন্টে খেলায় টুর্নামেন্টটি আকর্ষণীয় হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন   উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রেজাউল করিম, বিসিবি পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মাহি উদ্দিন আহমদ সেলিম,  ব্যবসায়ী মোনায়েম খান বাবুল, এম.এ.সাত্তার, হাজী হেলাল উদ্দিন আহমদ, সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রহমত উল্লাহ, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সোহেল আহমদ,  ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি আব্দুল হালিম (সুনু মিয়া), অনির্বাণ ক্রীড়া চক্রের সভাপতি, গোলাম জাবির চৌধুরী জাবু,  বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রকিব, মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সভাপতিএনামুল হক মুক্তা, চতুরঙ্গ যুব সংঘের সভাপতি আব্দুল মালিক রাজা,   সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন , অগ্রদূত ক্রীড়া চক্রের সভাপতি নুরে আলম খোকন, মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী,  সৈয়দ তকরিমুল হাদী কাবী, সদস্য-কার্যনির্বাহী পরিষদ, জয়দীপ দাস সুজক, এইচ.ইউ.দীপু, এ.কে.এম.মাহমুদ ইমন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.