Sylhet Today 24 PRINT

ছয় ‘শূন্য’ আর সাকিবের ফিফটিতে বাংলাদেশের ১০৩

স্পোর্টস ডেস্ক |  ১৭ জুন, ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে ছয় শূন্যের তিন সপ্তাহের মধ্যে আরও একবার ছয় ব্যাটার আউট হয়েছেন শূন্যরানে। ওই ইনিংসে তাও রক্ষা ছিল মুশফিক আর লিটনের সেঞ্চুরি। এবার দলে নেই মুশফিক, লিটনও করতে পারেননি কিছু। ভাগ্যিস অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন। তার অর্ধশতকে ছয় শূন্যসহ এবার বাংলাদেশ অলআউট হয়েছে ১০৩ রানে। প্রতিপক্ষ এবার ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১০৩ রানে। অধিনায়ক সাকিব করেছেন সর্বোচ্চ ৫১ রান, ওপেনার তামিমের ব্যাট থেকে এসেছে ২৯ রান।

সাকিব-তামিম ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল লিটন দাস। তার ব্যাট থেকে এসেছে ১২ রান। এছাড়া বলার মতো আর কোন স্কোর নেই।

শূন্যরানে আউট হওয়া ব্যাটাররা হলেন মাহমুদুল হাসান জয়য়, নাজমুল হাসান শান্ত, মমিনুল হক, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমদ। ওপেনার জয় এনিয়ে ৭ টেস্টেই ৫ বার শূন্য রানে আউট হয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিলস ও জোসেফ তিনটি করে এবং কেমার রোচ ও কাইল মায়ার্স প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.