Sylhet Today 24 PRINT

গুগলে মোস্তাফিজকে সবচেয়ে বেশি খুঁজেছে মানুষ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৫

ইন্টারনেটে যে কোনো বিষয় বা ঘটনা খুঁজে বের করতে দ্বারস্থ হতে হয় গুগলের। বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীরা নিজেদের প্রয়োজনে বা নানা ঘটনা জানতে ২০১৫ সালে গুগলে সবচেয়ে বেশি কী খুঁজেছে, সে তালিকা প্রকাশ করেছে গুগল।

গুগলে বাংলাদেশের সার্চ তালিকায় দেখা গেছে, এ বছরে বাংলাদেশের মানুষের কৌতূহলের শীর্ষে ছিল এসএসসি রেজাল্ট ও তারকাদের ক্ষেত্রে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।

২০১৫ সালে গুগলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যে ১০টি বিষয়গুলো খোঁজা হয়েছে, সে তালিকা দেখে নিন :
১. এসএসসি রেজাল্ট ২০১৫
২. এইচএসসি রেজাল্ট ২০১৫
৩. কলেজ অ্যাডমিশন (http://www.xiclassadmission.gov.bd)
৪. আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫
৫. আইপিএল ২০১৫
৬. ক্রিকবাজ ডটকম
৭. কোপা আমেরিকা ২০১৫
৮. বাজরাঙ্গি ভাইজান
৯. এনটিআরসিএ
১০. প্রেম রতন ধন পায়ো

২০১৫ সালে গুগলে যেসব তারকাদের সবচেয়ে বেশি খুঁজেছে বাংলাদেশিরা, সে তালিকায় সেরা ১০ জন হচ্ছেন :
১. মোস্তাফিজুর রহমান
২. এ পি জে আবদুল কালাম
৩. রাধিকা আপ্তে
৪. তাসকিন আহমেদ
৫. এরিক উইন্টার
৬. রন্ডা রাউজি
৭. সায়েম সাদাত
৮. সানি লিওন
৯. মাশরাফি মর্তুজা
১০. কারিশমা তান্না

তথ্যসূত্র : গুগল ট্রেন্ডস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.