Sylhet Today 24 PRINT

শেহজাদের অদ্ভুত দাবি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০২২

ক্যারিয়ারের শুরুতে দারুণ ফর্ম দেখিয়েছিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ।  কিন্তু পরে ফর্ম ধরে না রাখতে পারায় জাতীয় দল থেকেই বাদ পড়েন।

আড়াই বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও দলে ফিরতে পারছেন না।

আর বাবর আজমের শিবিরে না ঢুকতে পেরে অদ্ভুত এক দাবি জানালেন এ ব্যাটার।

তার দাবি, জাতীয় দলে থেকে তাকে ছেটে ফেলার পর থেকে নাকি পাকিস্তানের খেলা দেখাই বন্ধ করে দিয়েছেন অনেক সমর্থক! জাতীয় দলে তার অনুপস্থিতি ভক্তদের খেলা দেখা থেকে দূরে ঠেলে দিয়েছে।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবিই করলেন শেহজাদ। 

৩০ বছর বয়সি এই ব্যাটার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে পুরো একটা পৃথিবী আছে। যখন আমি ভক্তদের সঙ্গে দেখা করি, তারা আমাকে বলে যে, যখন থেকে আমি দলের বাইরে, তারা ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিয়েছে। আবার অনেকের দাবি, তাদের কাছে আগের দলই বেশি পছন্দের ছিল।

পাকিস্তানের হয়ে ১৩ টেস্ট খেলে ৯৮২ রান করেছেন শেহজাদ।  যেখানে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি রয়েছে।  ৮১ ওয়ানডেতে তার সংগ্রহ ২৬০৫ রান।  এতে ৬ সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৭১ রান করেছেন এ ব্যাটার।  একটি সেঞ্চুরিও রয়েছে এই সংক্ষিপ্ত ফরম্যাটে, সাথে ৭টি হাফসেঞ্চুরি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.